
প্রকাশিত: Fri, Dec 1, 2023 10:04 PM আপডেট: Fri, May 9, 2025 11:24 AM
বাংলাদেশের তুলনা এখন টাইগার অর্থনীতির দেশগুলোর সঙ্গে
জাফর ওয়াজেদ : বাংলাদেশের তুলনা এখন আর প্রতিবেশী দেশ কিংবা আফ্রিকার সঙ্গে হয় না। বাংলাদেশের তুলনা এখন টাইগার অর্থনীতির দেশগুলোর সঙ্গে। নিম্নমধ্যম আয়ের দেশগুলো ২০১৬-২১ সালের মধ্যে প্রবৃদ্ধি করেছে ৩.১ শতাংশ, বাংলাদেশ করেছে ৬.৪ শতাংশ। বিশ্ববিখ্যাত ইড়ংঃড়হ ঈড়হংঁষঃরহম এৎড়ঁঢ় (ইএঈ) সম্প্রতি বাংলাদেশের উপর একটি গবেষণাপত্র প্রকাশ করেছে যার শিরোনাম, ‘ঞযব ঞৎরষষরড়হ উড়ষধৎ চৎরুব’। গবেষণাপত্রটি বলছে, ‘বাংলাদেশ এখন ট্রিলিয়ন ডলার অর্থনীতি হবার জন্য প্রস্তুত এবং ২০৩০ সালের মধ্যে ৯ম বৃহত্তম ভোগ্যপণ্যের বাজারে পরিণত হবে’।
ইএঈ-র দেওয়া এই দুটি তথ্য আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে বহুগুণে। এদিকে আমাদের প্রয়োজনীয় অবকাঠামোগুলো প্রস্তুত। সামনে বিদেশি বিনিয়োগকারীরা হুমড়ি খেয়ে পড়ার দিন আসছে। দেশকে সচেতন থাকতে হবে বিনিয়োগের গুণাবলীর বিষয়ে। ভোগের ব্যাপারেও সচেতনতার দরকার আছে।
সব রকমের বিনিয়োগ নেওয়া যাবে না। বিদেশি বিনিয়োগ নেওয়ার ক্ষেত্রে খাত নির্দিষ্ট থাকতে হবে। থাকতে হবে সুচিন্তিত বিনিয়োগ নীতি। আমাদের যা প্রয়োজন শুধু সেসব ক্ষেত্রেই বিনিয়োগ গ্রহণ করতে হবে। চানাচুর, মুড়ি, বিস্কুট বানাবার জন্য বিদেশি বিনিয়োগ প্রয়োজন নেই। ১৯৯৭ সালে বিদেশি বিনিয়োগকারীরা মাত্রাতিরিক্ত বিনিয়োগ করে থাইল্যান্ডকে বিপদে ফেলেছিল। থাইল্যান্ডের সে সঙ্কট ছড়িয়ে পড়েছিল দ. কোরিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুরে। লেখক: মহাপরিচালক, পিআইবি
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!

চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে

‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!

কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!

সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি

ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
